রাত থেকেই শুরু হচ্ছে তারাবির
নামাজ। তবে
করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় ধর্ম
মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।বলা হয়েছে যে, পবিত্র রমজানে এশার
নামাজের জামাতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং দুজন হাফেজসহ সর্বোচ্চ ১২
জন অংশগ্রহণ করতে পারবেন। এশার জামাত শেষে এ ১২ জনই মসজিদে তারাবির নামাজ
পড়তে পারবেন। তারা ছাড়া অন্য মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবির নামাজ
আদায় করবেন।
No comments:
Post a Comment