Suffix & Prefix for S.S.C. Examination-2020
Root: Root
অর্থ মূল। ইংরেজি ব্যকারণের ভাষায় Root অর্থ শব্দমূল। কোনো শব্দের Root দ্বারাই মূলত শব্দটির
প্রধান অর্থ কিংবা সংজ্ঞা জানা যায়। যেমন- Painter শব্দটির paint হলো মূল শব্দ ।
Suffix: যে শব্দাংশ Root বা শব্দমূলের পরে যুক্ত হয়ে উক্ত শব্দের অর্থের পরিবর্তন করে তাকে Suffix বলে। যেমন- ‘National’ ও
‘Development’ শব্দ দুটোতে ‘Nation’ ও ‘Develop’ এই শব্দমূলের পরে ‘al’ ও ‘ment’ ব্যবহৃত হয়ে মূল শব্দার্থের পরিবর্তন সাধন করেছে; তাই এ ক্ষেত্রে ‘al’
ও ‘ment’ শব্দাংশ দুটি
Suffix বা
প্রত্যয়।
Prefix: যে শব্দাংশ Root বা শব্দমূলের পূর্বে যুক্ত হয়ে উক্ত শব্দের অর্থের পরিবর্তন করে কিংবা নতুন শব্দ
তৈরি করে তাকে Prefix বা
উপসর্গ বলে। যেমন- ‘Disagree’
ও ‘Foretell’
শব্দ দুটোতে ‘agree’ ও ‘tell’
এই শব্দমূলের পূর্বে ‘dis’ ও ‘fore’ ব্যবহৃত হয়ে মূল শব্দার্থের পরিবর্তন সাধন করেছে কিংবা নতুন
শব্দ তৈরি করেছে; তাই এ ক্ষেত্রে ‘dis’ ও ‘fore’ শব্দাংশ দুটি Prefix বা উপসর্গ।
বিস্তারিত পড়তে অথবা ডাউনলোড করতে Click here
Download না হলে আমাদের সাথে যোগাযোগ করুন Click here
No comments:
Post a Comment