Suffix:
যে শব্দাংশ Root বা শব্দমূলের পরে যুক্ত হয়ে উক্ত শব্দের অর্থের পরিবর্তন করে তাকে Suffix বলে। যেমন- ‘Beggar’
ও ‘powerless’ শব্দ দুটোতে
‘Beg’ ও ‘Power’ এই শব্দমূলের
পরে ‘gar’ ও ‘less’ ব্যবহৃত হয়ে মূল শব্দার্থের পরিবর্তন সাধন করেছে;
তাই এ ক্ষেত্রে ‘gar’ ও ‘less’ শব্দাংশ দুটি Suffix বা প্রত্যয়।
Prefix: যে শব্দাংশ Root বা শব্দমূলের পূর্বে যুক্ত হয়ে উক্ত শব্দের অর্থের পরিবর্তন
করে কিংবা নতুন শব্দ তৈরি করে তাকে Prefix বা উপসর্গ বলে। যেমন- ‘Unable’ ও
‘Forehead’ শব্দ দুটোতে
‘able’ ও ‘head’ এই শব্দমূলের পূর্বে ‘un’ ও ‘fore’ ব্যবহৃত হয়ে মূল শব্দার্থের পরিবর্তন সাধন করেছে কিংবা নতুন
শব্দ তৈরি করেছে; তাই এ ক্ষেত্রে ‘un’ ও ‘fore’ শব্দাংশ দুটি Prefix বা উপসর্গ।
No comments:
Post a Comment